আনুষ্ঠানিক সম্প্রচারে নিউজ টোয়েন্টিফোর

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের আনুষ্ঠানিক সম্প্রচার গতকাল বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে নিউজ টোয়েন্টিফোরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, নেতিবাচক খবরে নয়, ইতিবাচক খবর পরিবেশন করে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘আমাদের মিডিয়ায় আসার একটাই উদ্দেশ্য, দেশটাকে আমরা আরও সমৃদ্ধ দেখতে চাই। আরও অনেক সুন্দর দেখতে চাই।’ স্বাগত বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম। অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান-এর সম্পাদক জামিলুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সাংসদ নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিবিসির প্রীতিসম্মিলন: সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ডিবিসি (ঢাকা-বাংলা চ্যানেল) নিউজের সম্প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে প্রীতিসম্মিলন অনুষ্ঠানে চ্যানেলটির সম্প্রচারের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ডিবিসি নিউজ অবিরাম সম্প্রচার শুরু করেছে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল আহসান, প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।