Pre-loader logo

আইসিসিবিতে হাসপাতাল নির্মাণকাজ শেষ ৯৫%

আইসিসিবিতে হাসপাতাল নির্মাণকাজ শেষ ৯৫%

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টারটির নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই বিবেচনায় আজ-কালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে হাসপাতাল। এরপর স্বাস্থ্য অধিদপ্তর জনবল নিয়োগ ও উদ্বোধন করলেই রোগী ভর্তি করা যাবে।
কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে, তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ১২ এপ্রিল কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম বলেন, নির্ধারিত সময়ে হাসপাতাল নির্মাণকাজ শেষ করতে আমরা বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ করেছি। কয়েক দিনের বৃষ্টিতে বাইরের কাজগুলো পিছিয়ে গেছে। তারপরও কাজ শেষ করে এনেছি। সব বেড চলে এসেছে। পুরো সেন্টারে ফ্লোর ম্যাট বসানোর কাজ শেষ। বেডগুলোর বিভিন্ন অংশ আলাদা আলাদা এসেছে। এখন শুধু সেগুলো যুক্ত করে বেডগুলো ট্রেড সেন্টারে বসানো হচ্ছে। এ মাসের মধ্যে হাসপাতাল চালুর যে লক্ষ্য ছিল, আমরা এখনো সেখানেই আছি। আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন বলেন, ৯৫ শতংশ কাজ শেষ। আশা করছি আজকালের মধ্যে হাসপাতাল প্রস্তুত হয়ে যাবে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বুঝে নিয়ে চালু করলেই চিকিৎসাসেবা দেওয়া যাবে। আশা করছি প্রধানমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করবেন।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.