আইসিসিবিতে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার মাহফিল

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বাল্ক সেলস) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানে ঢাকা ডিভিশনের ভোগ্যপণের স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তাঁদের প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলস’র প্রধান রেদোয়ানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে রেদোয়ানুর রহমান আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কিভাবে আগামী দিনে গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে বসুন্ধরার পণ্য আরো জনপ্রিয় করা যায়, তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।