আইসিসিবিতে জমকালো সাউথ এশিয়ান ফ্যাশন ফেস্ট

আসন্ন ঈদুল ফিতরে ফ্যাশন সচেতনদের নতুনরূপে সাজানোর পাশাপাশি দেশে আন্তর্জাতিক মানের পণ্য তৈরির কৌশল, উদ্যোক্তা তৈরিসহ পণ্য কেনার সুযোগ করে দিতে রমজান মাসজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলা। মাসব্যাপী এ মেলাটির আয়োজন করছে দেশের বৃহত্তম আন্তর্জাতিক মানের ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)। স্বনামধন্য দেশি সেলিব্রেটিদের উপস্থিতিতে আগামী
৭ রমজান থেকে ২৫শে রমজান পর্যন্ত ‘সাউথ এশিয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ফেস্ট’ শীর্ষক এ মেলাটি অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-২ অর্থাৎ ‘পুষ্পগুচ্ছ’-এ মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন মেলাটির ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজ টোয়েন্টিফোর.কম, কালের কণ্ঠ, ডেইলি সান ও আরটিভি। গতকাল আইসিসিবি’তে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবি ও মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, মেলায় দেশের নামকরা ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি থাকছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনের নামিদামি প্রতিষ্ঠানের পোশাকের সমাহার। এতে সব বয়সী ছেলেমেয়েদের পোশাকের পাশাপাশি থাকছে জুয়েলারি, কসমেটিকস, লেদার অ্যান্ড গুডসের সব আইটেম। এছাড়া, থাকছে বিউটি অ্যান্ড স্পা। ফ্যাশন ফেস্টে রুচিসম্মত পোশাকের ওপর জোর দেয়া হচ্ছে। ক্রেতারা দেশি নামিদামি প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি ব্র্যান্ডের পোশাকের তুলনা করে পছন্দের পোশাকটি সহজেই কিনতে পারবেন বসুন্ধরা কনভেনশন সিটি থেকে। মেলায় প্রতিদিন দুজন করে ফ্যাশন আইকন উপস্থিত থাকবেন। ক্রেতারা তারকাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপসহ সেলফি তুলতে পারবেন। সেলিব্রেটি ক্রিকেটার, শোবিজ তারকা, নিউজ মিডিয়ার সেলিব্রেটি, সাহিত্যের সেলিব্রেটি, শিক্ষকসহ সব ধরনের সেলিব্রেটি ব্যক্তিত্বকেই ফেস্টে রাখা হবে। মেলায় সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলতে সেলফি জোন ও গল্প আড্ডার জন্য থাকছে ইন্টার্যাকশন জোন। এছাড়াও থাকছে ট্রায়াল জোন ও বিউটি টিপস কর্নার। দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী এ মেলায় এক ছাদের নিচে মনোরম পরিবেশে বাহারি পোশাক কেনাকাটার সুযোগসহ থাকছে আরো নানা আয়োজন। মেলায় দেশি-বিদেশি মিলে মোট ৯৫টি স্টল থাকবে। মেলা চলাকালে স্টল নিতে খরচ হবে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী বলেন, ফ্যাশন মানেই সৌখিনতা ও আত্মার সন্তুষ্টি। বর্তমানে ফ্যাশনের চিন্তা-চেতনা আরো উন্নত হয়েছে। অল্প টাকা খরচ করেও মনের তৃপ্তি পাওয়া সম্ভব। সেই চিন্তাধারা থেকেই আইসিসিবি আন্তর্জাতিক মানের মেলার আয়োজন করতে যাচ্ছে। আশা করছি, সবার পদচারণায় মাসব্যাপী মেলা থাকবে প্রাণবন্ত। আইসিসিবি’র হেড অব অপারেশন এমএম জসীম উদ্দীন বলেন, মেলাকে প্রাণবন্ত করতে ৩৫ জন সেলিব্রেটি বিভিন্ন সময় অংশ নেবেন। শুধু বাণিজ্যিক চিন্তা নিয়ে আমরা মেলা আয়োজন করছি না। দেশের শিল্পের বিকাশেও এই মেলা অবদান রাখবে। আইসিসিবি দেশের মধ্যে গ্রেট ভেন্যু। এটা যেন সবার কাছে আরো পরিচিতি পায়, সে বিষয়টিও চিন্তা করা হয়েছে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিসিবি’র বিভাগীয় প্রধান (মানবসম্পদ ও প্রশাসন) আতিকুজ্জামান খান, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া রাজু প্রমুখ।