‘অনুকরণীয় দৃষ্টান্ত বসুন্ধরা সিটি’

এশিয়ার অন্যতম বড় বসুন্ধরা সিটি মার্কেটটি আমাদের দেশের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি শক্তিশালী বেসরকারি ইউনিটে পরিণত হয়েছে। অত্যাধুনিক সরঞ্জাম আর আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনায় অগ্নিনির্বাপণে বিশাল এই স্থাপনাটি অন্যতম অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশে। গতকাল মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৫ সদস্যের একটি টিম বসুন্ধরা সিটির অগ্নি প্রতিরোধ ও নির্বাপণব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে এক সভায় এ কথাগুলো বলেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ বিভাগের উপসহকারী পরিচালক দিনমনি শর্মা। এ সময়ে বসুন্ধরা সিটিকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘এ প্রতিষ্ঠানটিকে বেছে নিয়েছি আমাদের অফিসারদের প্রশিক্ষণ ও পর্যবেক্ষণের ক্ষেত্র হিসেবে। এই প্রতিষ্ঠানটি ঘুরে দেখার মধ্য দিয়ে আমাদের দলের সদস্যরা অগ্নিনির্বাপণে অনেক আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারছে এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করছে।’
বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক মেজর (অব.) মুস্তাফা রাহেল ইমাম বলেন, আগের তুলনায় আরো অনেক অত্যাধুনিক সব অগ্নিনির্বাপণ সরঞ্জামাদিতে সাজানো হয়েছে বসুন্ধরা সিটি মার্কেট। অধিকতর নিরাপদ করে তোলা হয়েছে পুরো স্থাপনাটি।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টিআইএম লতিফুল হুসাইন বলেন, ‘আমরা চাই, আমাদের প্রতিষ্ঠানটিকে মানুষের জন্য আরো বেশি নিরাপদ করে তুলতে। আর সে জন্য আমাদের যত কিছু করার দরকার তাই করছি। ইতিমধ্যেই আমরা আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ বিভাগকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর করেছি।’
এর আগে বসুন্ধরা সিটির নিজস্ব অগ্নি নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের আগেই আগাম সতর্কতামূলক আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের যন্ত্রপাতি সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অবহিত করেন। একই সঙ্গে সব প্রযুক্তি ও যন্ত্রপাতিসহ অন্য ব্যবস্থাগুলো ঘুরিয়ে দেখান।